রাজশাহীর গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে আলাদা অভিযানে জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে র্যাব-৫, রাজশাহীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার মোহাম্মদ আলী (৩৬) এবং হাসান আলী (২৭)। এছাড়া গ্রেফতারকৃত অপরজন হলো- নাচোল উপজেলার জগদইল গ্রামের ইমন আলী (২১)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন সেট এবং ৭টি সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ