‘দেওয়ানবাগ শরীফের’ প্রয়াত পীর মাহবুব-এ-খোদার নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর রাজধানীর আরামবাগে অবস্থিত দেওয়ানবাগে অনুষ্ঠিত হবে। এরপর বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে তার স্ত্রীর পাশে সমাহিত করা হবে।
দেওয়ানবাগী পীরের ব্যক্তিগত সহকারি মোহাম্মদ মেহেদী এসব তথ্য নিশ্চিত করে জানান, তিনি (দেওয়ানবাগ পীর) অসুস্থ ছিলেন না। হঠাৎ করেই সোমবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পান্থপথের স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে দেওয়ানবাগী পীর ৩ নম্বর প্লাটুন কমান্ডার হিসেবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন