পলিথিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিরুৎসাহিত করতে ও পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুরে এনভায়রনমেন্ট ক্লাব গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শহরের গাজীপুর মেট্রোপলিটন কলেজে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার।
ওই কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুকছুদুর রহমান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও পরিদর্শক দিলরুবা আক্তার, শিক্ষার্থী জান্নাতুল সানজিদা ও শুভ কুমার আচার্য।
বিডি প্রতিদিন/আবু জাফর