ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সেইসঙ্গে কলেজটিতে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহারকে।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
একটি প্রজ্ঞাপনে ফওজিয়াকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরে ওএসডি করা হয়েছে। বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে গত বছর প্রেষণে বেসরকারি এই কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
অপর প্রজ্ঞাপনে ভিকারুননিসার নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কামরুন নাহারকে। তিনিও শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর বেইলি রোডে অবস্থিত একটি বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান। এর চারটি ক্যাম্পাস ও প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ