গাজীপুরে গজারী বন থেকে জমি ব্যবসায়ী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মজিবুর রহমান (৪৮)। তিনি রাজধানীর খিলক্ষেত থানার ডেলনা এলাকার অছিম উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানাধীন পূর্বাচল আবাসিক প্রকল্পের ২৪ নম্বর সেক্টরের ওয়েষ্টার্ন চত্ত্বর এলাকার সরকারি গজারী বনে জ্বালানি কাঠ কুড়াতে গিয়ে স্থানীয়রা মুজিবুরের লাশ দেখতে পায়। দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও বলেন, নিহতের ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলসহ কিছু অংশে ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে খুন করে রাতে লাশ সেখানে ফেলে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ