৩০ ডিসেম্বর কলঙ্কের কালো দিন উপলক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। অপরদিকে ‘ভোট ডাকাতির ২ বছর পূর্তিতে অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে’ কালো পতাকা সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি মনিরুজ্জামান ফারুক ও হাসানুল কবির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর ও সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিন।
এদিকে ‘ভোট ডাকাতির ২ বছর; ৩০ ডিসেম্বরের নির্বাচনে অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ’ দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল এবং সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের জেলা শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে কালো পতাকা সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান সেলিম, দেওয়ান আ. রশিদ নিলু, অধ্যাপক নিপেন্দ্র নাথ বাড়ৈ, ইমরান হাবীব রুমন, জাফর আহমেদ তালুকদার ও মারুফ আহমেদ প্রমুখ।
সমাবেশের আগে নগরীর ফকির বাড়ি রোডের কার্যালয় থেকে বাম গণতান্ত্রিক জোটের একটি কালো পতাকা মিছিল সদর রোডে আসে।
বিডি প্রতিদিন/আল আমীন