মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন ৩ মুক্তিযোদ্ধা। বুধবার সকালে ক্লাব মিলনায়তনে সিটি প্রেসক্লাব আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে বিশেষ অবদান রাখায় স্থানীয় পর্যায়ে জাতির তিন সূর্য সন্তানকে সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন- রংপুর ইউনিট মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ সোসাইটির প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা হাফিজুল হক সরকার লিলু ও মুক্তিযোদ্ধা আকলিমা খন্দকার। তাদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট উপহার তুলে দেন জেলা প্রশাসক আসিব আহসান। এছাড়াও ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদকেও সম্মাননা দেয়া হয়।
সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পবিত্র কোরআন তিলায়াত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে মুক্তিযোদ্ধারা অনুভূতি প্রকাশ করেন আবেগাপ্লাত হয়ে পড়েন। অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা ছাড়াও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, মহান মুক্তিযুদ্ধের বীরযোদ্ধাদের স্থান সবার ওপরে দিতে হবে। নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেয়া গেলে শহীদদের আত্মা শান্তি পাবে।
বিডি প্রতিদিন/আরাফাত