রাজধানীর রাজারবাগে ভবন থেকে পড়ে জনি (২৩) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নোয়াখালী চাটখিলে। তিনি রাজধানীর শাহজাহানপুর কলোনীতে থাকতেন।
মতিঝিল থানার উপপরিদশর্ক (এসআই) কৃষ্ণ দাস গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের পাশে একটি ২০তলা ভবনের ১৫ তলায় ইলেক্ট্রিকের কাজ করছিলেন জনি। একপর্যায়ে তিনি সেখান থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই কৃষ্ণ দাস। উল্লেখ্য, নিহত জনি গত ৫ মাস আগে তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক