ঢাকার মহাখালী কাঁচাবাজার এলাকায় ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামলাকারী, নিহত ও আহতরা সবাই পথশিশু। ঠিক কী কারণে তাদের মধ্যে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে ছিল আরিফসহ তিনজন। এ সময় কয়েক কিশোর সেখানে এসে তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই