রাজধানীর কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী থেকে ২১ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শুক্রবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাগ বাগাম গাছতলা এলাকায় থেকে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ১০টি মোবাইল ফোন, ৩ প্যাকেট ও খোলা অবস্থায় ২৬৬ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ৩৬ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
একই দিন র্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকা থেকে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ১৪ টি মোবাইল ফোন, খোলা অবস্থায় ৩০০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ২০ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা