সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড ২০১৯ তালিকায় সেরা বার্ষিক প্রতিবেদন বিভাগে প্রথম রানার আপ পুরস্কার অর্জন করল বিএটি বাংলাদেশ।
সম্প্রতি রাজধানীর আইসিএবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। এসময় বিএটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবেশগত, সামাজিক এবং কর্পোরেট গর্ভনেন্সে (ইএসজি) অগ্রণী ভূমিকা রাখায় বিএটি বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি এই পুরস্কার।
আইসিএবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বিএটি বাংলাদেশের কর্পোরেট ফাইন্যান্স কন্ট্রোলার খালেদ রহমান, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি কামরুল হাসান ভূঁইয়া ও মোহাম্মদ আতিকুর রহমান।
উল্লেখ্য, সাফার অন্যতম সদস্য হিসেবে ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) প্রতিবছর সাফার বর্ষপূর্তিতে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
বিডি প্রতিদিন/ফারজানা