সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক হিসেবে ড. মো: বক্তীয়ার হোসেন যোগদান করেছেন। গত ৩০ ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দক্ষিণ এশিয়ার আটটি দেশ (আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা) সমন্বয়ে গঠিত সার্কের একটি অন্যতম আঞ্চলিক সংস্থা সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)। বাংলাদেশে অবস্থিত এই কেন্দ্রটি সার্কভুক্ত দেশগুলোর কৃষি বিষয়ক প্রধান প্রধান সমস্যা, নীতিমালা নির্ধারণ, ভবিষ্যতের দিক নির্দেশনা ও মানবসম্পদ বিকাশে কাজ করে আসছে।
ড. বক্তীয়ার ১৯৯৪ সালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটে (বিনা) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। তিনি ২০০৭ সালে সিমিট, টেকসাস এ এন্ড এম এবং কর্নেল ইউনিভার্সিটি কনসোর্টিয়াম ফেলো হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি কর্নেল ইউনিভার্সিটি ইউএসএ থেকে ধানের মধ্যে আর্সেনিক স্পেসিফিকেশেনর উপর গবেষণা করে পোস্ট ডক্টেরেট করেন। এছাড়াও ২০০২-২০০৩ সালে ভিজিটিং স্কলার হিসেবে ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি এজেন্সির আর্থিক সহায়তায় কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ