সাভারের আনন্দপুর এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর সদস্যরা। চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে তাদেরকে আটক করা হয়। অভিযানের সময় ২০ ভুক্তভোগী চাকরিপ্রার্থীকেও উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- শাহারা বানু , মশিউর রাহমান, রবিউল ইসলাম রবি ও সাবিনা ইয়াসমিন। তাদের কাছ থেকে ৩৭টি ভর্তি ফরম, ৭টি টাকা জমার রশিদ বই, ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ সোমবার র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-৪ এর এই সহকারী পরিচালক জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে সাভারের আনন্দপুর এলাকায় ‘প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেড’-এর অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৪ সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা আমাদের কাছে তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সদস্যরা চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত বলে জানিয়েছে। তারা রাজধানীসহ ঢাকা জেলার একাধিক জায়গায় অফিস ভাড়া নিয়েছে। এসব অফিসে চাকরি প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে নিয়ে আসত। পরে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিত। পরে চাকরি প্রত্যাশীরা এই জালিয়াতি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে চক্রটির সদস্যরা টাকা ফেরত না দিয়ে উল্টো নানা হুমকি দিত। অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়।
বিডি-প্রতিদিন/তাফসীর আব্দুল্লাহ