রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও ৬ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন পলি খাতুন (২০), ৬ মাস বয়সী ফারিয়া। এরপর মঙ্গলবার ভোরে ঢাকা দারুস সালাম থেকে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা থেকে রাজশাহী নিয়ে আসা হচ্ছে। রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ঢাকায় আটক স্বামী ফিরোজকে রাজশাহী নিয়ে আসা হচ্ছে। তার এক পা পঙ্গু।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ