বরিশালে ৫ পিস ইয়াবা উদ্ধার মামলার আসামি মো. তানজিলকে এক বছরের কারাদন্ড দিয়ে পিতা-মাতার সেবাসহ ৮ শর্তে প্রবেশন কর্মকর্তার জিন্মায় দিয়েছেন আদালত। এক বছরের সাজার পাশাপাশি তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তানজিল আদালতে উপস্থিত ছিলো। তানজিল নগরীর বাকলার মোড় সাগর গলির আলমগীর হোসেনের ছেলে।
সমাজসেবা বিভাগের মহানগর প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, ২০১৯ সালের ২৪ অক্টোবর ৫ পিস ইয়াবাসহ নগরীর বাকলার মোড় থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনকালে আসামি নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এই ধরনের অপরাধে না জড়ানোর অঙ্গীকার করে। তানজিলের (১৯) বয়স কম হওয়ায় এবং অপরাধ লঘু হওয়ায় সংশোধনের সুযোগ দেয়ার জন্য আদালত মঙ্গলবার এক রায়ে তানজিলকে এক বছরের সাজা ও ২ হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে দি প্রবেশন অব অফেন্ডার অর্ডিনেন্স- ১৯৬০ এর ৫ ধারা অনুযায়ী বাবা-মায়ের সেবাসহ ৮ শর্তে প্রবেশন কর্মকর্তার জিন্মায় দেয়া হয়। শর্তগুলো হলো মা-বাবার সেবা ও ভরন পোষন, নিজ বাড়ির আঙ্গিনায় ১০টি ফলদ ও ১০টি বনজ বৃক্ষ রোপণ, মাদক গ্রহণ না করা, ধুমপান না করা, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম বিষয়ে নিজেকে সমৃদ্ধ করা, প্রবেশন কর্মকর্তার সাথে যোগাযোগ রক্ষা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ রক্ষা এবং স্ব-নির্ভর হওয়ার চেষ্টা করা। আদালতের এই রায়ে খুশী তানজিল ও তার মা দুলু বেগম।
বিডি প্রতিদিন/আল আমীন