নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় জনগণের এই সময়ের রাজনৈতিক, আর্থসামাজিক, মানসিক অবস্থার প্রেক্ষিতে নাগরিক ঐক্যের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম এর নানাদিক নিয়ে আলোচনা হয়। এছাড়া দলটির আগামীদিনের করণীয় নির্ধারণ ও বাস্তবায়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/হিমেল