নারায়ণগঞ্জ ৭ খুন মামলার মৃতদণ্ড প্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল বেগম সাবিনা ইয়াসমিনের আদালত এ আদেশ দেয়।
জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো.সালাহ্ উদ্দীন (সুইট) এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল