রাজধানীর যাত্রাবাড়ী ইয়াবা-ফেনসিডলসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আটকরা হলেন মো. আবু বক্কর সিদ্দিক (৩০) ও মো. সবুজ হাসান (১৮)। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭৮৬ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবির সোয়েব গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালীতে অভিযান চালায়। এসময় নয় হাজার ৭৮৬ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ দু’জন মাদক কারবারিকে আটক করে। তাদের কাছ থেকে একটি লরী ট্রাক, দুটি মোবাইল ও এক হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক