ডায়াবেটিক সমিতি গাজীপুরের ২০তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০১৯-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের প্রকৌশলী ভবনের সম্মেলন কক্ষে এ সাধারণ সভা ও নির্বাচন হয়। নির্বাচনে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডা. মো. ইউনুস ও খন্দকার মনসুর হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শরীফ হোসেন ঢালী, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ মো. মজিবুর রহমান, সদস্য মোশারফ হোসেন নিজু, নুরুল হক চৌধুরী, মো. মনির হোসেন, মো. মোসলেম উদ্দিন, শেখ মো. দেলোয়ার হোসাইন, অ্যাডভোকেট দেওয়ান আবুল কাশেম, অ্যাডভোকেট মাসুদুর রহমান, আব্দুল মালেক মিয়া ও অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী আব্দুস সাত্তার শেখ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক সোহরাব হোসেন ও রোটারিয়ান মো. মোস্তফা বারী রাজু।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ