বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। সকলের প্রচেষ্টা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সিটি মেয়র আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের পর ১০ জানুয়ারি লাখ লাখ মুক্তিকামী জনতার উপস্থিতিতে দেশের মাটিতে পা রাখার পরই বাংলাদেশে পরিপূর্ণ স্বাধীনতা এসেছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সোনার বাংলা গড়ার স্বপ্নকে এ দেশ থেকে মুছে পেলার চেষ্টা করেছেন।
মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
এছাড়া জেলা আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর শাখার সহসভাপতি আফজালুল করিম ও কেবিএস আহমেদ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু ও গোলাম সরোয়ার রাজিব, মোয়াজ্জেম হোসেন চুন্নু, আজিজুর রহমান শাহিন, পরিমল চন্দ্র দাস, শাহজাহান হাওলাদার, রফিকুল ইসলাম খোকন ও আ. রাজ্জাকসহ অন্যান্যরা।
এর আগে সকালে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার