রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ পাঁচ মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দার শাখার সদস্যরা। আজ রবিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাত ৮টার বিমানবন্দর রেলস্টেশন এলাকা অভিযান চালিয়ে মাদককারবারি মো. মতিউর রহমান (২৮), মো. আরিফ বেপারী (৩০), শিউলী বেগম ওরফে শিল্পী (৪০), আরিফা (২৫) ও শারমিন (৩০)। অভিযানে মাদককারবারিদের হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক