রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৭৫০ ইয়াবা বড়িসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
রবিবার দিবাগত রাতে দারুস সালাম থানার দক্ষিণ কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন- হামিদুল গাজী (৩৫) ও রাফি আলম (৪০)।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে আটকরা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদককারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম