অবিলম্বে সবাইকে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার আহ্বান জানিয়েছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারকে অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। মহামারিতে ভ্যাকসিন নিয়ে ব্যবসা ও দুর্নীতি বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত করা চলবে না।
জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের সদস্য অনুপ কুন্ডুর সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক ফয়জুল হাকিম ও শ্রমিক নেতা রুকুনুজ্জামান রতন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল