গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানের সামসুদ্দিন সরকার অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রতিষ্ঠানের প্রাক্তণ প্রধান শিক্ষক মো: শাহাবুদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক জ্ঞান মোহন সরকার, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম মোকছেদ আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাউন্সিলর রফিকুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা রিয়াজ মাহমুদ আয়নাল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার