আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য হলেন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি কারা নির্যাতি ছাত্রনেতা লিয়াকত সিকদার।
মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি অনুমোদন দিয়েছেন।
এতে চেয়ারম্যান হয়েছেন জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক এবং সদস্য সচিব দলের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। চেয়ারম্যান ও সদস্য সচিব ছাড়া ৭৩ সদস্যের কমিটিতে চার নম্বরে স্থান পেয়েছেন লিয়াকত সিকদার।
লিয়াকত সিকদার দুই মেয়াদে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, এক মেয়াদে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০০২ সালে দলের দুঃসময়ে কারাগারে অন্তরীণ থেকে তৃণমূল ছাত্রলীগ নেতাদের ভোটের মাধ্যমে ৯৮ শতাংশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। এরপর তিনি ২০১২ সালে ৬৬ সদস্য বিশিষ্ট উপকমিটিতে স্থান পেয়েছিলেন লিয়াকত সিকদার। এরপর যুবলীগ-আওয়ামী লীগের সম্মেলনে একাধিক বার তার নাম আলোচিত হলেও জায়গা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন