রাজধানীর পল্লবী এলাকার কিশোর গ্যাংয়ের লিডার আরজু ওরফে গান্ধা আরজুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১১ নম্বর সি-ব্লক ফুটবল গ্রাউন্ড ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন,কিশোর গ্যাংয়ের লিডার আরজু ওরফে গান্ধা আরজুকে একটু আগে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে তার সঙ্গে কে কে জড়িত।
তিনি আরও বলেন, আমরা কিশোর গ্যাংয়ের লিডার আরজু ওরফে গান্ধা আরজুর বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। সে কি কি অপকর্মের সঙ্গে জড়িত তা বের করার চেষ্টা করছি। তার নেতা কারা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ