ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা আইনাঙ্গণে যে সাদা শার্ট পরে থাকি, সেই সাদা শার্টের যে মর্যাদা এবং সম্মান, খন্দকার আব্দুল মান্নান সেই মর্যাদা ও সম্মান বহন করে চলে গেছেন। আমরা অত্যন্ত শোকাহত। একজন আইনজীবীর যত গুণাবলী থাকা প্রয়োজন, খন্দকার আব্দুল মান্নান তার সমস্ত গুণাবলীর সম্মানিত একজন মানুষ ছিলেন। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা জেলা জজকোর্ট প্রাঙ্গণে প্রয়াত ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খন্দকার আব্দুল মান্নানের জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এই মন্তব্য করেন ডিএসসিসি মেয়র।
ডিএসসিসি মেয়র আরও বলেন, আমরা আজ যেন তার কর্মকে অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি। আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি।
ঢাকার জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), ঢাকা বারের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মান্নান গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি প্রতিদিন/ফারজানা