রাজধানীর মিরপুর মডেল থানার জনতা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফরহাদ হোসেন (২৮) নামে এক যুবকে আটক করেছে র্যাব-৪ এর সদস্যরা।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে ওই যুবককে ৩৬ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। একই সঙ্গে তার কাছে থাকা দু’টি মোবাইল ফোন ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
আটক ফরহাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর