রাজশাহীতে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। আজ বৃহস্পতিবার রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় চত্বরে কাশিয়াডাঙ্গা, কর্ণহার এবং দামকুড়া থানা এলাকার এসব দুস্থ, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগ এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-কমিশনার আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-কমিশনার ডিএম হাসিবুল বেনজীর, কাশিয়াডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী।
বিডি প্রতিদিন/আবু জাফর