সিরাজুল আলম খান (দাদা ভাই) অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) থেকে ভিভিআইপি কেবিন-৯ স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. জামালের অধীনে ভর্তি আছেন। মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, সিরাজুল আলম খানের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে। তার কোভিড টেস্ট ও সিটি স্ক্যান করা হবে।
এর আগে বুধবার রাত ৮টার দিকে প্রথমে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সেখান তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন