একাধিক মোবাইল অ্যাপ ব্যবহার করতে তারা। অনলাইনে টাকা আয়ের কথা বলে করতেন প্রতারণা। এ অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিট। শনিবার বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান। তিনি বলেন, অনলাইন প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন সময় একাধিক মোবাইল অ্যাপ খুলে মানুষকে টাকা ইনকামের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতো।
তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল রবিবার দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ