ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক পরিচালক, ইসলামি চিন্তাবিদ ও লেখক অধ্যাপক মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন (৭৮) সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলানা মোশাররফ হোসাইন জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মসজিদে পবিত্র কুরআনের তাফসীর এবং ঈদের জামায়াতের ইমাম ছিলেন।
তিনি কোরআনের দৃষ্টিতে বন্ধু ও শত্রু, আল কোরআনে নারী, চল্লিশ হাদিসে কুদসি এমন বেশ কিছু ইসলামী বই লিখেছেন। তিনি ৪ মেয়ে, ৪ ছেলে স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদরা শোক প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন। জানাজা শেষে মঙ্গলবার তাকে দক্ষিণ বনশ্রী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/এএ