৫০তম বিজয় দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় একটি সড়কে বিজয় র্যালি করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক এলাকায় বিজয় র্যালি করে ছাত্র শিবির।
এ সময় দেখা যায়, ঢাকা জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী নিয়ে 'বর্ণাঢ্য র্যালি'র একটি ব্যানার সামনে দিয়ে ছাত্র শিবিরের বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন