রাজধানীর মিরপুরে বিপুল হাসিব নামের এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।
আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান মিরপুর বিভাগের এডিসি তৈমুর রহমান। গত ১৩ ডিসেম্বর রাত ১২টায় শাহ আলী থানাধীন একটি সড়কে কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয় বিপুল হাসিবকে ছুরিকাঘাতে হত্যা করে। হৃদয়ের সঙ্গে তখন আরও ৪ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে জানায় পুলিশ।
খুনের পর হৃদয়কে ঝালকাঠি থেকে এবং আর দুজনকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। কিলিং মিশনে অংশ নেওয়া আরও দুই সদস্যকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এডিসি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ