কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রাজিব আহসান।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান রাজিব আহসান।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, সাবেক ছাত্রনেতা রাজিব আহসান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে গত বুধবার (১৫ ডিসেম্বর) তিনি সব মামলায় আদালত থেকে জামিন পান।
তিনি আরও জানান, রাজিব আহসানকে কারা ফটকে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। গত ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন