স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাভার উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভার বাজার বাস স্টেশনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
বিজয় শোভাযাত্রার উদ্বোধন করে তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। অসাম্প্রদায়িক শক্তি থেমে নেই। তাদের রুখে দিতে সবাইকে এক থাকতে হবে।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন