সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের রিকশা লেনে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, যানচলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন থেকে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অবৈধ দখলদারদের বলা হয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে, সেজন্য সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হবে। মহাসড়কে প্রতিবন্ধকতা মোকাবিলায় এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান থেকে মাসে প্রায় কোটি টাকা চাঁদাবাজি হয়ে আসছিল।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দিক।
বিডি প্রতিদিন/এমআই