‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে গ্রাহক সেবা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভা বুধবার তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিপণন বিভাগ গাজীপুর আয়োজিত গণশুনানি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার মহাব্যবস্থাপক প্রকৌশলী বিশ্বজিৎ সাহা। অনুষ্ঠানে তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানির মহাব্যবস্থাপক মো. মুনির হোসেন খান, মো. মইনুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক আবু সালেহ্ মাহমুদ শরীফ, প্রকৌ. মো. আনিসুর রহমান, প্রকৌ. মো. শাহজাদা ফরাজী ও সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির আঞ্চলিক বিপণন বিভাগ-গাজীপুরের আওতাধীন এলাকার বিভিন্ন শ্রেণীর গ্রাহক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে শিল্প গ্রাহক এবং কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদাররা তাদের বক্তব্য, অভিযোগ ও মতামত ব্যক্ত করেন। কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তাদের তাৎক্ষণিক বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
গণশুনানি শেষে আবাসিক ও শিল্প সংক্রান্ত কতিপয় অভিযোগ তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা হয় এবং অবশিষ্ট সমস্যা/অভিযোগগুলো পরবর্তীতে সমাধানের জন্য লিপিবদ্ধ করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর