রাজশাহী মহানগরীর তালাইমারী নিবাসী আইনজীবী অ্যাডভোকেট রশিদুর রহমান মিলন আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট রশিদুর রহমান মিলন গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় রামেক হাসপাতালের ৩২ নম্বর থেকে ওয়ার্ড থেকে উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছানোর পর মারা যান অ্যাডভোকেট রশিদুর রহমান মিলন।
অ্যাডভোকেট রশিদুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত