বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে সদ্য বিদায়ী নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই দায়িত্ব দেয়া হয়।
এদিকে, নজরুল ইসলাম মঞ্জুকে অন্যায়ভাবে অব্যাহতি, বিতর্কিত নগর আহবায়ক কমিটি ও তৃণমূলে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় খালিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক এসএম আরিফুর রহমান মিঠু পদত্যাগ করেছেন। তিনি সদ্য বিদায়ী নগর বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন।
জানা যায়, গত ৯ ডিসেম্বর মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ শীর্ষ সকল নেতাকে বাদ দিয়ে হঠাৎ করেই কেন্দ্র থেকে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে খুলনায় বিএনপির রাজনীতিতে বিভক্তি তৈরি হয়।
খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম আরিফুর রহমান মিঠু বলেন, ‘নজরুল ইসলাম মঞ্জুকে অন্যায়ভাবে অব্যাহতি, বিতর্কিত কমিটি ও দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় আমি পদত্যাগ করেছি।’ জানা যায়, খালিশপুরে মিঠুর কর্মী-সমর্থকরাও দলের স্ব-স্ব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক