রংপুরের মিঠাপুকুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেলে ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ওই শিক্ষকের নাম শাহ আলম তালুকদার মিরন (৫০)। তিনি উপজেলার শাল্টিপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম তালুকদার মিরন বেশ কিছুদিন থেকে বিদ্যালয় চলাকালীন কৌশলে ছাত্রীদেরকে কাছে ডেকে নেন। এরপর নানা অজুহাতে ছাত্রীদের শরীরে হাত বুলিয়ে দেন। এভাবে তিনি কোমলমতি ছোট ছোট মেয়ে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন চালিয়ে যাচ্ছেন।
ভয় ও লজ্জায় শিশুরা বিষয়টি অভিভাবককে জানায়নি। এক সপ্তাহ ধরে তৃতীয় শ্রেণির ৪/৫ জন মেয়ে শিক্ষার্থী বিদ্যালয়ে যাচ্ছিল না। অভিভাবকরা বিদ্যালয়ে না যাওয়ার কারণ জানতে চাইলে, শিক্ষার্থীরা বিষয়টি খুলে বলে। দোতলায় ছাদের ওপর খেলাধুলা করার সময় ওই প্রধান শিক্ষক ছাত্রীদেরকে পাঞ্জা করে ধরে কোলে নেন এবং শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দেন। এভাবে অনেক দিন ধরে তিনি এই কাজ করে আসছেন।
সর্বশেষ ২২ ডিসেম্বর একই ঘটনা ঘটান। এরপর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় এক ছাত্রীর অভিভাবক মিঠাপুকুর থানায় রবিবার একটি মামলা দায়ের করেন। এরপরই পুলিশ ওই প্রধান শিক্ষকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, মামলা দায়েরের সাথে সাথে একমাত্র আসামি প্রধান শিক্ষককে গ্রেফতর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এমআই