ভয়-ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে আপন বোনের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মোজাফফর নামে এক আসামি।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৯ম তলায় ২৪ নম্বর আদালতের এজলাস কক্ষের বারান্দায় এ ঘটনা ঘটে।
মোজাফফর রাজধানীর সুত্রাপুর থানার ১ নং কে জি গুপ্ত লেনের মৃত মোমেন আহম্মেদের ছেলে।
এ বিষয়ে ওই আদালতের পেশকার সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী উপস্থিত হয়ে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করেন।
আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ মানিক মিয়া জানান, ওই মামলায় মোহাম্মদ শওকত আহমেদ টাবলু ও মোজাফফর হোসেন লাভলু দুই ভাই আদালতে হাজিরা দিত এসে আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই আসামি মোজাফফর অসুস্থ হয়ে গেলে বারান্দায় বেঞ্চের উপর বসানো হয়, পরে সেখানে লুটিয়ে পড়েন। তখন মোজাফফরকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের উদ্দেশে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এর আগে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভইয়ের বিরুদ্ধ ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর সুত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বোন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন