বরিশাল ও ফরিদপুর থেকে এসে রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটানো হয়েছে। চুরিতে অংশ নেওয়া দুই ব্যক্তি আগে বরিশাল ও ফরিদপুরের গ্রামে চুরি করতেন। বড় ধরনের চুরি করতে সম্প্রতি তারা ঢাকায় আসেন। ওই মার্কেটে চুরির আগে ১৫ দিন ধরে রেকিও করেন। ওই দুজন হলেন- শাহীন মাতব্বর ও শৈশব রায় সুমন। তাদের কর্ণফুলী মার্কেটে দুটি স্বর্ণের দোকানে চুরির করতে সহায়তা করেন উত্তম কুমার সুর নামে তাঁতীবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী। একই সঙ্গে রাজধানীতে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন ডিবি কর্মকর্তারা। গত ২৬ ডিসেম্বর ফরিদপুরের নগরকান্দা থেকে শাহীনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার দেওয়া তথ্যে বরিশাল থেকে শৈশব রায় ও শাঁখারীবাজার থেকে উত্তম কুমারকে গ্রেফতার করা হয়েছে। দুই দোকানে চুরির ঘটনায় করা মামলায় ৭০০ ভরি স্বর্ণ চুরির অভিযোগ করা হয়। তবে ওই তিনজনের কাছ থেকে ২২১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, করোনায় অনেক দিন সবকিছু বন্ধ থাকার কারণে হঠাৎ করেই জনসমাগম বেড়েছে রাজধানী ঢাকায়। বেড়েছে মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকান্ড। এর সঙ্গে চুরি-ছিনতাইও বেড়ে গেছে। এটা অস্বীকার করার কিছু নেই। বাসা-বাড়ি ও মার্কেটের আশপাশে ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা লাগালে ছিনতাই ও চুরির ঘটনা কমে আসবে। আমরা ডিএমপি থেকেও ব্যাপকভাবে সিসিটিভি লাগাচ্ছি। যে কোনো ঘটনা ঘটলেই ডিবি চেষ্টা করে তা শনাক্ত করতে। আগের চেয়ে ডিবি অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে সক্ষমতা ও ডাটা এনালাইসিস কার্যক্রম বাড়িয়েছে। যখনই ঘটনা ঘটে তখনই যদি স্থানীয় থানায় কিংবা ডিবিতে জানানো হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্ণফুলী মার্কেটে চুরি করে পালানোর সময় কিছু সোনা রাস্তায় পড়েছে এবং হীরার অলংকারগুলো নকল ভেবে কিছু অলংকার চোরেরা ফেলে দিয়েছে বলে ডিবিকে জানিয়েছেন। গত ১৮ ডিসেম্বর রাতে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের পেছনে একটি নির্মাণাধীন ভবন দিয়ে উঠে মার্কেটের এগজাস্ট ফ্যান খুলে ভিতরে ঢোকে শাহীন ও শৈশব। এই চুরির ১৫ দিন আগে গ্রাম থেকে এসে পুরান ঢাকার কল্পনা বোর্ডিং নামে একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। সেখান থেকে কোন মার্কেট বা প্রতিষ্ঠানে চুরি করা যায়, তা রেকি করছিলেন শাহীন ও শৈশব। তাদের থাকা খাওয়াসহ যাবতীয় সহায়তা দেন উত্তম কুমার সুর।
হাফিজ আক্তার বলেন, চোরেরা বিভিন্ন মার্কেট ঘুরে কর্ণফুলী গার্ডেন সিটির সিকিউরিটির দুর্বলতা দেখতে পান। ঘটনার চার দিন আগেও একবার অ্যাটেম্প নিয়েছিলেন। কিন্তু পারেননি। পরে ১৮ ডিসেম্বর চুরি করেন তারা। পালানোর সময় কিছু স্বর্ণসহ একটি ব্যাগ রাস্তায় পড়ে যায় বলে চোরেরা ডিবিকে জানিয়েছেন। কেউ সেই স্বর্ণ পেয়ে থাকলে কাছের থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ