নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জনকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার মেয়র পদে এবং অন্যান্য সহকারী রিটার্নিং কর্মকর্তারা কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ দেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) তৃতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী দলীয় প্রতীক নৌকা বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র পদে মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পেয়েছেন হাতি প্রতীক।
এছাড়া মেয়র পদে আরও ৫ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ দলীয় প্রতীক হাতপাখা, খেলাফত মজলিশের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন দলীয় প্রতীক দেয়ালঘড়ি, খেলাফত আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন বটগাছ, কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস দলীয় প্রতীক হাতঘড়ি, স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা