স্বামী বিঘুরাম ইহজগতের মায়া ত্যাগ করেছেন অর্ধযুগ আগে। দুই ছেলে ও দুই কন্যা সন্তান নিয়ে সংসারের হাল ধরেন ভূমিহীন সূচি রাণী বর্মণ (৬০)। বিঘুরামের দারিদ্রতা বিমোচনে সহায়তা করতে দশ বছর আগেই গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচালা এলাকায় সামাজিক বনায়নের আওতায় একটি উডলট বাগান সৃজনে সহায়তা করে বন বিভাগ। স্বামীর মৃত্যুর পর নমিনি সূচি রাণী বর্মণ পেলেন সেই বাগানের গাছ বিক্রির লভ্যাংশের চেক। সূচি রাণীর বর্মণের মতো এমন আরো দরিদ্র পরিবারের ২১ জন উপকারভোগী পেয়েছেন লভ্যাংশের চেক।
বুধবার সকালে গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় অবস্থিত ভাওয়াল রেঞ্জ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা প্রমুখ।
সূচি রাণী বর্মণ জানান, বাগানের গাছ বিক্রির লভ্যাংশের ১ লাখ ৪৭ টাকার চেক পেয়েছেন তিনি। আর্থিক দৈন্যতার কারণে তার এক কন্যা সন্তানকে এখনো বিয়ের পিড়িতে বসাতে পারেননি। এই টাকায় তিনি কন্যার বিয়ের ব্যবস্থা করবেন। কিছু টাকা সাংসারিক কাজে ব্যয় করবেন।
অন্যদিকে, ভূমিহীন বিধবা পিয়ারা বেগম (৮০)। চার কন্যা ও এক পুত্র সন্তানের জননী পিয়ারা বেগমের দিন কাটে অর্ধহার অনাহারে। সম্বল বলতে সামাজিক বনায়নের আওতায় উডলট বাগান। তৃতীয় আবর্তের বাগান কর্তনের পর লভ্যাংশের ১ লাখ ১২ হাজার টাকার চেক পেয়েছেন তিনি। প্রথম ও দ্বিতীয় আবর্তের লভ্যাংশের টাকায় ছাগল প্রতিপালন শুরু করেন। এবার প্রতিপালনের জন্য এই লভ্যাংশের টাকায় একটি গাভী কিনতে চান তিনি।
ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার বলেন, সূচি রাণীর মতো অসহায় বয়োবৃদ্ধ বিধবা পিয়ারা বেগমসহ সর্বমোট ২১ জনকে ৪৫ লাখ ৩৮ হাজার ৪৭৩ টাকার চেক প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে লভ্যাংশের চেক প্রদানের কাজ অব্যাহত রয়েছে।
ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, উপকারভোগীদের সময়মতো চেক প্রদানের পাশাপাশি ২০২০-২১ আর্থিকসনে ভাওয়াল রেঞ্জে সর্বমোট ১ কোটি ২৮ লাখ ৭২ হাজার ৪২৭ টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৯৬ লক্ষ ১৬ হাজার ৭২৪ টাকা রাজস্ব আদায় হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ