বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) আজকের (শুক্রবার) নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা। পরীক্ষাটির একমাত্র কেন্দ্র রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে এ ঘটনা ঘটে।
তিনটি ঘটনার প্রেক্ষিতে পরীক্ষা বর্জন করেছেন বলে বিক্ষোভরত প্রার্থীরা জানান, ‘প্রথমত, ১০ টা ২৮ মিনিটে প্রশ্ন না দিয়েই ঘোষণা দেওয়া হয়েছে ১ নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ লিখতে হবে। আগে প্রশ্ন না দেখে কিভাবে বলা হলো, বুঝাই যায় প্রশ্ন ফাঁস হয়েছে।’ দ্বিতীয় ঘটনা উল্লেখ করে তারা জানান, ‘পরীক্ষা সাড়ে ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও পরে বলা হলো পরীক্ষা হবে ১১ টায়। এই আধাঘণ্টা বিলম্ব তাহলে কাদের জন্য?’
তৃতীয় ঘটনা উল্লেখ করে তারা বলেন, ‘প্রবেশপত্রে উল্লিখিত নিয়মানুযায়ী ১০ টার মধ্যে হলে প্রবেশের কথা থাকলেও সাড়ে ১০ টার অনেক পরেও পরীক্ষা দিতে এসেছেন অনেকেই। প্রশ্ন কি থেকে যায় না, তারা কিভাবে জানলেন পরীক্ষা ১১ টায় শুরু হবে? তাই আমরা সম্মিলিতভাবে এমন প্রশ্ন ফাঁসের পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছি। আমাদের বিক্ষোভের মুখে পরে পরীক্ষাটি আর অনুষ্ঠিত হয়নি।’
সার্বিক বিষয়ে জানতে বিজেআরআই মহাপরিচালক কৃষিবিদ ড. আইয়ুব খান’র সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ প্রতিদিন। প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ‘বিশেষ কারণে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি।’ পরীক্ষা সাড়ে ১০ টার জায়গায় ১১ টায় হওয়ার বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘এ বিষয়ে আপনাকে পরে জানাবো।’
বিডি প্রতিদিন/হিমেল