রাজধানীর উত্তরায় প্রেমিককে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ ডিসেম্বর রাতের এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে পাঁচ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সোহেল রানা, জয়নাল আবেদীন, মইনুল হোসেন, সুমন আলী ও মাসুম আলী। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ব্রাহ্মণবাড়িয়ার এক নারীর। তিনি প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন। দেখাও হয় তাদের। এরপর ফেরার পথে তিনি পড়েন একদল বখাটের খপ্পরে। তাদের ধরে নিয়ে যাওয়া হয় একটি নির্মাণাধীন ভবনে।
সেখানে প্রেমিককে বেঁধে রেখে ওই নারীর ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। পরে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক