নারায়ণগঞ্জ ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত এক যুবক তার হাতের ব্যাগ থেকে পিস্তল বের করে আতঙ্ক সৃষ্টি করছে। ওই সময় তার বাহিনী লাঠিসোঁটা নিয়ে আশপাশের মানুষের ওপর হামলা করে। তবে কাদের উপর হামলা করছে সে বিষয়টি পুরোপুরি পরিলক্ষিত হয়নি ভিডিওতে।
ভাইরাল সেই ভিডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন আগে ফতুল্লায় মধ্য ইসদাইর এলাকায় গাবতলী এলাকার উশৃঙ্খল যুবকরা হামলা করে। ওই সময় তারা রাস্তায় নির্বিচারে যাকে পেয়েছে তাকেই মারধর করেছে। এক পর্যায়ে এলাকার লোকজন হামলাকীরদের বাধা দিতে গেলে পিস্তল উঁচিয়ে ওই যুবক আতঙ্ক সৃষ্টি করে।
ফতুল্লার মধ্য ইসদাইর এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া জানান, পিস্তল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবকের নাম আবু কালাম। সে গাবতলী এলাকায় কিশোর গ্যাং লিডার।
উল্লেখ্য, এর আগেও নারায়ণগঞ্জের পাগলা এলাকায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ