বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরিশাল পুলিশ লাইনসে মাস্টার প্যারেড পরিদর্শন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এ সময় তিনি বিএমপি’র সদস্যদের নানা দিকনির্দেশনা দেন।
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএমপি কমিশনার বলেন, পুলিশে চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে হবে। এগুলো পুলিশের শৃঙ্খলা ও যোগ্যতার বিশেষ অংশ। এক্ষেত্রে কোনও ঢিলেঢালা ভাব বরদাস্ত করা হবে না। উন্নত বিশ্বের পূর্বশর্ত শৃঙ্খলার মানোন্নয়ন। তাই শৃঙ্খলার মান সমুন্নত রাখতে সকলকে জনগণের প্রত্যাশার সমান আস্থাশীল হয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি নির্দেশনা দেন।
এ সময় উপ-কমিশনার নজরুল হোসেন, জুলফিকার আলী হায়দার, মোকতার হোসেন, জাকির হোসেন মজুমদার, আশরাফ আলী ভূঞা, এস এম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের এবং মনজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম