বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই থানায় নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।
নগর পুলিশের সেবার পরিধি বাড়াতে সোমবার সকালে জেলা পুলিশ লাইনে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করীম ও বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামানের কাছে দু'টি পিকাপের চাবি হস্তান্তর করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
এ সময় উপ-কমিশনার মো. নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার, মো. মোকতার হোসেন, মো. জাকির হোসেন মজুমদার, মো. আশরাফ আলী ভূঞা, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের এবং মো. মনজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ